সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম ইরানের শাহ মুরাদি
সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ইরানের প্রখ্যাত ক্বারি ইউনুস শাহ মুরাদি। এই সাফল্যের জন্য তিনি প্রাইজ মানি হিসেবে ৩০ লাখ সৌদি রিয়াল বা আট লাখ মার্কিন ডলার পেয়েছেন।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চারজন প্রতিযোগী ছিলেন। তবে সবাইকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন শাহ মুরাদি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের ক্বারি আব্দুল আজিজ আল-ফাকিহ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মরক্কোর প্রতিযোগী জাকারিয়া আল জিরাক। দ্বিতীয় স্থান অধিকার করায় আব্দুল আজিজ প্রাইজমানি পেয়েছেন ৫ লাখ ডলার।
আযান প্রতিযোগিতায় সৌদি আরব, ইন্দোনেশিয়া, লেবানন ও ব্রিটেন শীর্ষ চার স্থান দখল করেছে। এবারের কুরআন প্রতিযোগিতা শুরু হয় গত ২৩ মার্চ রমজানের প্রথম দিন।
এনবিএস/ওডে/সি


