চীনা মহড়ার মধ্যে দক্ষিণ চীন সাগরে মার্কিন ডেস্ট্রয়ার

তাইওয়ানকে ‘পুরোপুরি অবরুদ্ধ’ করার অনুরূপ সামরিক মহড়ার তৃতীয় দিন হল আজ সোমবার। তাইওয়ানের চারদিকে সমুদ্র সীমায় জঙ্গী বিমান, যুদ্ধজাহাজ ও সেনারা এ মহড়া চালাচ্ছে। এদিকে মহড়া চলার মধ্যে যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করতে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ পানিসীমায় মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস পাঠিয়েছে। এতে চীন ক্ষুব্ধ হয়েছে। বেইজিং বলেছে , মার্কিন যুদ্ধজাহাজটি ‘অবৈধভাবে চীনের আঞ্চলিক পানি সীমায় ‘অনুপ্রবেশ’ করেছে।

নির্ধারিত লক্ষবস্তুতে আঘাত হানাসহ তাইওয়ানকে ঘেরাও করার দু’দিনের মহড়ার পর আজ ‘পুরোপুরি অবরুদ্ধ’ করার মহড়া চালানো হচ্ছে। চীনের দু’টি বিমানবাহী যুদ্ধজাহাজের একটি আজকের মহড়ায় অংশ নিচ্ছে। চীনের সেনাবাহিনী একথা জানায়।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্পীকার কেভিন ম্যাকক্যার্থির সঙ্গে বৈঠক করেন। এরই পাল্টা ব্যবস্থা হিসেবে চীন এ মহড়া চালায়। চীন আগেই সতর্ক করে দিয়েছিল যে, ম্যাকক্যার্থির সঙ্গে সাই বৈঠক হবে উস্কানিমূলক যার বিরুদ্ধে কড়া পাল্টা ব্যবস্থা নেবে তারা।

যুক্তরাষ্ট্র বার বার সংযম প্রদর্শন করার জন্য চীনের প্রতি আহ্বান জানানোর পর আজ সোমবার বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ পানি সীমায় গাইডেড-মিসাইল ডেস্ট্রোয়ার ইউএসএস মিলিয়াস পাঠায়। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘সাগরে নৌ চলাচলের স্বাধীনতা  সাগরের অধিকার, স্বাধীনতা এবং আইন সম্মত ব্যবহারকে সমূন্নত রাখে।

ইউএসএস মিলিয়াস স্পার্টলি দ্বীপপুঞ্জের কাছ দিয়ে অতিক্রম করে। চীন, তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ব্রুনেই এ দ্বীপপুঞ্জের ওপর নিজেদের অধিকার দাবি করছে। স্থানটি তাইওয়ানের থেকে ১৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।

চীনের তিন দিনের মহড়ায় বহু জঙ্গীবিমান, যুদ্ধজাহাজ ও সেনা অংশ নেয়। তাইওয়ানের চারপাশে সাগর ও আকাশ সীমায় এ মহড়া চলে। ত্ইাওয়ানের প্রেসিডেন্ট সাই চীনের মহড়ার নিন্দা জানিয়েছেন। তিনি ‘এক নায়কতান্ত্রিক সম্প্রসারণবাদের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সমমনা দেশগুলোর সঙ্গে এক সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এনবিএস/ওডে/সি

news