আরব লীগে ফিরতে পারে সিরিয়া
কাতারের একজন কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, শুক্রবার আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রিরা সিরিয়ার আরব লীগে ফেরা নিয়ে সৌদি আরবে আলোচনায় বসবেন। কাতার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ইরাক, জর্ডান, মিসর ও গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলো সৌদি রেড সি হিসেবে পরিচিত জেদ্দায় মিলিত হচ্ছে। জিসিসির দেশগুরোর মধ্যে রয়েছে সৌদি এরাবিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার ও কুয়েত।
স্থানীয় গণমাধ্যমকে ব্রিফিং কালে আল-আনসারি বলেছেন, ‘এই বৈঠকের মূল লক্ষ্য হলো সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করা। সিরিয়া পরিস্থিতির কি কি উন্নতি হয়েছে এবং আরব লীগে ফিরে আসার বিষয়টি পর্যালোচনা করা হবে বৈঠকে।’
আগামী ১৯ মে মাসে রিয়াদে অনুষ্ঠিত হবে আরব লীগের সম্মেলন। সেই সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদকে নিমন্ত্রণ করার পরিকল্পনা করেছে সৌদি আরব। তবে আনসারি বলেছেন, কাতার আগেই বলেছে দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো ইচ্ছা নেই তাদের। তারা মনে আরো অনেক দেশই তাদেরকে অনুসরণ করবে। সেই মনোভাব এখনো পরিবর্তন করেনি কাতার।
বৃহস্পতিবার ১৩ এপ্রিল আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সৌদি আরব সফরে গিয়েছেন। ২০১১ সালের পর এই প্রথম সিরিয়ার কোনও পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফরে গেলেন। এর আগে বুধবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেদ্দা পৌঁছান। সেখানে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন।
সৌদি আরব এবং সিরিয়া এক যৌথ বিবৃতিতে জানায়, বৈঠকের সময় দু’জন সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানে পৌঁছানোর যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। যা সিরিয়ার ঐক্য, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে।
যৌথ বিবৃতিতে উভয় পক্ষ বিস্তারিতভাবে দু’দেশে কনস্যুলার পরিষেবা এবং ফ্লাইট পুনরায় চালু করার প্রক্রিয়া শুরুকে স্বাগত জানায়। উভয় পক্ষ মানবিক চ্যালেঞ্জের সমাধান এবং সিরিয়ার সমস্ত অঞ্চলে সাহায্য পৌঁছানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরির গুরুত্বের বিষয়েও একমত হয়।
এছাড়াও সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সৌদি আরবের সহায়তার কথা বলা হয়। দু’দেশের মধ্যে দিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে উভয় দেশের পররাষ্টমন্ত্রী নমনীয়তা প্রকাশ করেন। অনেক পশ্চিমা এবং আরব দেশ সিরিয়াকে বয়কট করে রাখলেও সম্প্রতি সৌদি আরব সিরিয়াকে কাছে টানার ইঙ্গিত দিয়েছে।
এনবিএস/ওডে/সি


