জরুরি মানবিক যুদ্ধবিরতিতে সুদানের সামরিক বাহিনী ও আরএসএফ
সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ক্ষমতার লড়াইয়ে ৫৬ জন বেসামরিক ব্যক্তির নিহতের পর জাতিসংঘের প্রস্তাবে জরুরি মানবিক যুদ্ধবিরতিতে একমত হয়েছে দুই দল।
দুইপক্ষ রোববার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (জিএমটি ১৪:০০ থেকে ১৭:০০ টা) যুদ্ধ বন্ধ রাখতে রাজি হয়েছে।
প্রতিদিন নির্দিষ্ট ওই তিনঘণ্টা যুদ্ধবিরতি পালনে দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল বুরহান এবং আরএসএফ মুহাম্মদ হামদান দাগালো বিষয়টিতে সমর্থন দিয়েছেন।
যুদ্ধবিরতির সিদ্ধান্ততে স্বাগত জানিয়ে সুদানে জাতিসংঘের প্রতিনিধি ভলকার পার্থেজ বলেন, ওই চুক্তিতে সম্মান জানাতে উভয় পক্ষকে দায়িত্বশীল হতে হবে।
এনবিএস/ওডে/সি


