গাঁজা পাচারের দায়ে সিঙ্গাপুরে একজনের ফাঁসি 

এক কেজি গাঁজা পাচার মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। আজ বুধবার(২৬ এপ্রিল)  ভোরে দেশটির চাঙ্গি কারাগারে ৪৬ বছর বয়সী তাঙ্গারাজু সুপিয়া নামের ওই ব্যক্তির ফাঁসি কার্যকর হয়। তাঙ্গারাজুর পরিবার বিষয়টি জানিয়েছে। 

তাঙ্গারাজুকে ক্ষমার আহ্বান জানিয়েছিল তার পরিবার, অধিকার কর্মী ও জাতিসংঘ। তবে দেশটির কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থেকে তার ফাঁসি কার্যকর করল। ফাঁসি কার্যকরের খবরে ভোরেই তাঙ্গারাজুর পরিবার চাঙ্গি শহরের পূর্বাংশে অবস্থিত কারাগারে জড়ো হয়। 

মৃত্যুদণ্ড বিরোধী অধিকার কর্মী কিস্ট্রেন হান বলেছেন, তাঙ্গারাজুর পরিবার বলছে ফাঁসি কার্যকর হলেও মামলাটির ব্যাপারে তারা হাল ছাড়বেন না। এটা তাদের জন্য খুবই বেদনাদায়ক একটি অভিজ্ঞতা। মামলায় তাঙ্গারাজুর বিরুদ্ধে দেয়া প্রমাণ এবং মামলাটি সম্পর্কে তাদের অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে।

অধিকার কর্মীরা অভিযোগ করেন, খুব দুর্বল প্রমাণের ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং বিচার চলাকালে তাকে আইনি লড়াইয়ের সীমিত সুযোগ দেয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, যথাযথ প্রক্রিয়া মেনেই তার ফাঁসি কার্যকর করা হয়েছে। 

সিঙ্গাপুরে মাদকবিরোধী কঠোর আইন বলবৎ রয়েছে। গত বছর মাদকসংক্রান্ত মামলায় দেশটিতে ১১ জনের ফাঁসি কার্যকর করা হয়। এর মধ্যে হেরোইন পাচারের অভিযুক্ত একজন ছিল বুদ্ধিপ্রতিবন্ধী।

news