২ বছরে মিয়ানমার জান্তার হাতে ৫১৩ নারী নিহত

বার্মিজ উইম্যান’স ইউনিয়নের দেওয়া তথ্যে বলা হয়েছে, নিহত ছাড়াও তিন হাজার ৩৯০ জনকে আটক করা হয়েছে।

ইউনিয়ন জানিয়েছে, শুধু এপ্রিল মাসেই ৫৫ জন নারী নিহত এবং ৪৩ জনকে আটক করা হয়েছে। ১১ এপ্রিল সাগায়িং অঞ্চলের কান্তবালু টাউনশিপের পাজি গাই গ্রামের ৪৫ জন নারীও রয়েছেন। উইম্যান’স ইউনিয়ন অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিক্যাল প্রিজনার্সের (এএপিপি) উদ্ধতি দিয়ে বলেছে, আটকদের মধ্যে ৮১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এএপিপির দেওয়া তথ্য থেকে জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক জান্তা ক্ষমতা গ্রহণের পর তিন হাজার ৪০০ বেসামরিককে হত্যা করা হয়েছে। রাজনৈতিক বন্দি হিসেবে আটক রাখা হয়েছে ১৭ হাজারকে।

সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নারী শিল্পী, রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ, শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং সাংবাদিককে হত্যা ও আটক করা হয়।

২০২১ সালের মার্চ মাসে মান্দালয়ের চানমিয়াথাজির বাড়িতে পিতার কোলে থাকা খিন মায়ো চিট নামের ছয় বছরের এক শিশুকে হত্যা জান্তা বাহিনী। একই মাসে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করায় ১৯ বছরের কাইয়াল সিনকে মান্দালয়ে হত্যা করা হয়।

২০২২ সালের নভেম্বরে কায়া রাজ্যের ডেমোসো টাউনশিপের একটি নার্সারিতে শেলিংয়ে পাঁচ বছরের একটি শিশু নিহত হয়েছে। ১ ও ২ মার্চ প্রতিরোধ যোদ্ধাদের শক্তঘাঁটি সাগায়িং অঞ্চলের থ্রি টার তায়িং গ্রামে গণহত্যা চালানোর সময় ধর্ষণ ও হত্যা চালানো হয়।

গত মাসে দুই শিল্পী ও গায়িকাকে আটক করে জান্তা বাহিনী। তাদের অপরাধ তারা পাজি গাই বিমান হামলায় নিহতদের জন্য সমবেদনা জানিয়ে ফেসবুক প্রোফাইল পরিবর্তন করেছিল।

এনবিএস/ওডে/সি

news