লেখিকা ক্যারলকে যৌন নিপীড়ন করেছেন ডোনাল্ড ট্রাম্প, জুরিদের রায়
সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচার করতে বসেছিলেন নিউ ইয়র্কের একটি জুরি বোর্ড। তারা সাক্ষ্যপ্রমাণ যাচাই করে একমত হয়েছেন, ট্রাম্পের যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন লেখিকা ই জিন ক্যারল।
জুরিরা প্রমাণ পেয়েছেন, ট্রাম্প নব্বইয়ের দশকে একটি ডিপার্টমেন্টাল স্টোরে লেখিকার সম্মানহানি করেছিলেন। এ জন্য লেখিকাকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন আদালত।
সম্প্রতি নিউ ইয়র্কে একটি আইন পাস হয়েছে, যার ফলে, অনেক আগে যৌন নিপীড়নের ঘটনার জন্য মামলা দায়ের করা যাবে। আইনটি পাসের পর পরই লেখিকা ক্যারল অভিযোগ আনেন ট্রাম্পের বিরুদ্ধে।
এনবিএস/ওডে/সি


