যুক্তরাষ্ট্রে এক কিশোর বন্দুকধারীর হামলায় তিনজন নিহত

এই হামলায় আরো ৬ জন আহত হয়েছেন যাদের মধ্যে ২ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। সোমবার সকালে দেশটির আলবুকার্কের উত্তর পশ্চিমের ১৮০ মাইল (২৯০ কিমি) দূরে নিউ মেক্সিকো শহরের ফার্মিংটন আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারির বয়স ১৮ বলে জানিয়েছে পুলিশ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে একটি  মন্দিরের বাইরে হামলাকারি নিহত হন। মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে এ হামলার ঘটনা জানিয়েছে রয়টার্স।  

এ বিষয়ে ফার্মিংটনের পুলিশের ডেপুটি চিফ বারিক ক্রাম এক সংবাদ সম্মেলনে বলেন,  এসময় এলাকাবাসীরা চিৎকার করছিলেন। দেখা যায় একটি ছেলে বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ছে।

পুলিশের মুখপাত্র শানিচ গঞ্জালেজ বলেন, হামলার কারণের বিষয়ে কিছু জানা যায়নি । বিষয়টির তদন্ত চলছে।

হামলার কিছু ভিডিও মূহুর্ত এসময় টিকটকে ছড়িয়ে যায় বলেওঁ জানিয়েছেন পুলিশের এ মুখপাত্র।  

তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি কিছুটা পথ পায়ে হেঁটে গির্জার বাইরে গিয়ে এলোমেলোভাবে পথচারীদের ওপর গুলিবর্ষণ শুরু করে।

এদিকে আহত দুই পুলিশের মধ্যে একজন ফার্মিংটন ও অন্যজন নিউ মেক্সিকো পুলিশ দপ্তরের বলে জানা গেছে। পরে তাদেরকে সান জুয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। অন্যদিকে আহত বাকি চারজনের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

হামলার ফলে শহরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শহরটিতে ৪৬ হাজার মানুষ বাস করেন। এ শহরটি তেল ও গ্যাসে উত্তোলনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।

সম্প্রতি সময়ে এরিজোনা, কলোরাডো, ইউটাহ অঙ্গরাজ্যগুলোতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে।   

নিউ মেক্সিকোর গভর্ণর মিশেল লুজান গ্রিশাম জানান, এ ঘটনাটি আবারো মনে করিয়ে দিল যে একের পর এক বন্দুক হামলায়  দেশের মানুষের জীবন প্রতিদিন ধ্বংস হচ্ছে।

এদিকে শহরটির মেয়র নেইট ডাকেট বলেন, আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশংকাজনক নয়।

এর আগে ২০১৭ সালে ফার্মিংটনের একটি স্কুলে এক বন্দুকধারীর হামলায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছিলেন। পরে হামলাকারী আত্মহত্যা করেন।

একটি বেসরকারি সংস্থার বরাত দিয়ে জানা যায়, চলতি বছরে দেশটিতে ২২৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।  

এনবিএস/ওডে/সি

news