বাইডেনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী  মোদীর যুক্তরাষ্ট্র সফর আগামী জুন মাসে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন । এখনও পর্যন্ত ঠিক আছে ২২ জুন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাবেন। তবে মোট ক’দিনের সফর এবং খুঁটিনাটি এখনও চূডান্ত হয়নি।

এই সফর আর পাঁচটা সফরের থেকে আলাদা। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত বারো বার আমেরিকা সফরে গিয়েছেন। বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্ক অন্যমাত্রা পেয়েছিল। যা নিয়ে বিতর্কও কম হয়নি। মোদীর বেশিরভাগ যুক্তরাষ্ট্র সফরই ছিল ট্রাম্পের সময়। প্রধানমন্ত্রী শেষবার আমেরিকা গিয়েছেন ২০২১-এর সেপ্টেম্বরে।

কিন্তু সব সফরকে কূটনীতিতে রাষ্ট্রীয় সফর হিসাবে বিবেচনা করা হয় না। সেগুলি ছিল সরকারি সফর। দুটির মধ্যে গুরুত্বের ফারাক আছে। রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানোর অর্থ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশটির পাশাপাশি সেই দেশের রাষ্ট্রপ্রধানের গুরুত্বকেও স্বীকৃতি দেওয়া। এই ধরনের সফরে সরাসরি রাষ্ট্রপ্রধানের তরফে আমন্ত্রণ আসে। মোদীর আগের সফরের অনেকগুলিই ছিল নিউইয়র্কে জাতিসংঘের বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে যাওয়া।

এবার প্রেসিডেন্ট জো বাইডেন নিজে ভারতের প্রধানমন্ত্রীকে তার দেশে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রীয় সফরের রীতি মেনে মোদীকে প্রেসিডেন্ট অভ্যর্থনা জানাবেন হোয়াইট হাউসে। সেখানেই তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করবে বাইডেনের অফিস। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর একমাত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন।

অন্যদিকে, বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা ২০০৯ সালের কথা। তারপর আবার মোদী এই সম্মান পেতে চলেছেন।

ভারতের জন্য মোদীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সন্দেহ নেই। সেপ্টেম্বরেই ভারতে জি-২০ সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট বাইডেন সহ বিশ্বের ২০টি প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানদের ভারতে আসার কথা। তার আগে এই রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জি-২০ সম্মেলনের আগে মোদীর অবস্থান আরও প্রশস্ত করল সন্দেহ নেই।

এনবিএস/ওডে/সি

news