ডলারের আধিপত্য কমাতে চায় ব্রিকস-আসিয়ান-জিসিসি

বৈশ্বিক বানিজ্য ও রিজার্ভে ডলারের একাধিপত্য কমাতে চায় অনেক দেশ ও জোট। ব্রিকস, আসিয়ান ও জিসিসি এখন এ প্রচেষ্টায় সামিল হয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার (আসিয়ান) ১০টি দেশ বৈদেশিক বাণিজ্যে একটি নিজস্ব মুদ্রা চালু করতে সম্মত হয়েছে। তারা মার্কিন ডলার নির্ভরতা কমাতে এ পদক্ষেপ গ্রহণ করেছে। আসিয়ান অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করছে। দেশগুলো হলো- ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

ব্রিকস দেশগুলো মার্কিন ডলারকে কোণঠাসা করতে চায়। তারা আন্তর্জাতিক বাণিজ্যে দাপট কমিয়ে একটি নতুন মুদ্রা চালু করার চেষ্টা করছে। ফলশ্রুতিতে ডলার তার বৈশ্বিক রিজার্ভ মর্যাদা হারিয়ে ফেলতে পারে। ডলার বিরোধী এ মনোভাব অব্যাহত থাকলে পূর্বাঞ্চলের বহুদেশ এতে যোগ দিতে পারে। এর মধ্যদিয়ে ডলার নির্ভরতার পূর্ণ অবসান ঘটতে পারে।

আসিয়ানের পদক্ষেপ ডলার নির্ভরতা কমাতে ও স্থানীয় মুদ্রাকে শক্তিশালী করতে চায় যেসব দেশ, সেগুলোর হাতকে শক্তিশালী করবে। ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় বাণিজ্য সস্তা ও সহজ হবে। আসিয়ানের এ ঘোষণাকে সব সদস্য দেশ অনুমোদন করেছে। ব্রিকস ও আসিয়ানের পর তেল সমৃদ্ধ উপসাগরীয় সহযোগিতা পরিষদও (জিসিসি) ডলারকে বাদ দিয়ে বাণিজ্য করার চিন্তা করছে বলে জানা গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডলার সারা বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘হার্ড কারেন্সিতে’ পরিণত হয়। আন্তর্জাতিক দেনা-পাওনা মেটানোর মুদ্রা ছাড়াও ডলার বহুল প্রচলিত একটি ‘রিজার্ভ কারেন্সি’। ডলারের এই একাধিপত্য কমাতে এবার ব্রিকসে জোটবদ্ধ হচ্ছে ৩০টি দেশ। তারা বিশ্বের সবচেয়ে বড় উদীয়মান অর্থনৈতিক জোট ‘ব্রিকস’-এর মুদ্রা গ্রহণ করতে চায়।

ব্লুমবার্গের মতে, দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, এক ডজনেরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। এতে জোটটি আরো শক্তিশালী হবে। কারণ, তাদের জিডিপি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির চেয়ে এগিয়ে থাকবে।

এরফলে ডলার ও ইউরোসহ অন্যান্য পশ্চিমা শক্তিশালী মুদ্রা পিছিয়ে পড়তে পারে। কারণ উন্নয়নশীল দেশগুলো মার্কিন ডলারের ওপর তাদের নির্ভরতার অবসান চায়। এ প্রেক্ষাপটে ব্রিকস একটি নতুন বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সূচনা করার জন্য বর্তমানে অনেক ভালো অবস্থানে রয়েছে।

সবশেষ খবর অনুযায়ী, ২৫টি দেশ ব্রিকসে যোগ দিতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন মুদ্রা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে মূলত ব্রিকস গঠিত হয়। এর সঙ্গে আরো ২৫ দেশ যোগ দিলে এই জোট ৩০ দেশে সম্প্রসারিত হবে।

এনবিএস/ওডে/সি

news