ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না, সামনে রক্তক্ষয়ী দিন: মার্কিন জেনারেল

 যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অব স্টাফস চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে একথা বলেছেন। তিনি বলেন, রাশিয়া এ যুদ্ধে সামরিকভাবে জিততে পারবে না।

ইউক্রেনীয় প্রতিরক্ষা যোগাযোগ গ্রপের এক ভার্চুয়াল বৈঠকে মিলের একথা বলার সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তার পাশে ছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি প্রত্যেক রাশিয়ানকে অধিকৃত ইউক্রেনীয় ভূখন্ড থেকে হটিয়ে দিতে চান। এর আগে চলতি বছরের মার্চ মাসে  মিলে বলেছিলেন, এটি করা খুবই কঠিন হবে।

আর এবারও একইসুরে বললেন, আপনারা অধিকৃত ইউক্রেনীয় ভূখন্ডে ২ লাখ রুশকে দেখতে পাচ্ছেন। এটি অসম্ভব আমি তা বলছি না, আমি বলছি- এটি করা খুবই কঠিন হবে মার্কিন শীর্ষ জেনারেল বলেন, য্দ্ধু চলতে থাকবে। তা দিন দিন আরো তীব্র ও রক্তক্ষয়ী হবে।

এদিকে ওয়াশিংটন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, তারা রুশ সীমান্তের অভ্যন্তরে কোন মার্কিন অস্ত্র ব্যবহারের বিরোধী।

এর আগে মিলে ও অস্টিন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ জঙ্গী সরবরাহের বিষয়ে কথা বলেছিলেন। গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইউক্রেনকে এফ-১৬ জঙ্গী বিমান সরবরাহ করার সবুজ সংকেতও দেয়। গত কয়েক মাস ধরে ইউক্রেন তার আকাশ প্রতিরক্ষার জন্য এ বিমান সরবরাহের দাবি জানিয়ে আসছিল।

অবশেষে যুক্তরাষ্ট্র কেন ইউক্রেনকে এফ-১৬ জঙ্গী বিমান দেওয়ার বিরোধিতা থেকে সরে আসলো সে ব্যখ্যায় বলেন, সময়ের দীর্ঘ সূত্রিতা, আকার, সুযোগ ও প্রয়োজনীয়তার মাত্রা বিবেচনার পর ইউক্রেনের বিমান বাহিনীর শক্তি বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে এ পর্যন্ত ওয়াশিংটন ইউক্রেনকে ৩ হাজার ৮০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্রদান করেছে।

এনবিএস/ওডে/সি

news