আর্কটিকে ন্যাটোর সামরিক মহড়া
৩টি ন্যাটো সদস্য দেশ ও সুইডেন এ মহড়ায় অংশ নিচ্ছে। জোটের নতুন সদস্য ফিনল্যান্ডকে রক্ষার প্রতিশ্রুতির প্রতিফলিত হচ্ছে এ মহড়ায়। দেশগুলোর জঙ্গি বিমানগুলো ও এক হাজার সেনা এতে অংশ নিচ্ছে।
ন্যাটোর সদস্য দেশগুলো হলো ফিনল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে ন্যাটোর সদস্য হয় রাশিয়ার সীমান্তবর্তী নরডিক দেশ নরওয়ে। মিত্র দেশ নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যপ্রার্থী সুইডেনের ১০০০ এবং নরওয়ের ৬৫০০ সৈন্য মহড়ায় অংশ নিচ্ছে।
রাশিয়ার সীমান্ত থেকে সড়ক পথে দু’ঘন্টা লাগে ফিনল্যান্ডের উত্তরের রোভাজারভি কামান প্রশিক্ষণ কেন্দ্রে আসতে। সেখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর গ্রেগরি আন্ডারসন এ মহড়া প্রত্যক্ষ করেন। তিনি বলেন, তারা প্রয়োজনে ফিনল্যান্ড রক্ষা করতে প্রস্তুত রয়েছেন।
আর্কটিক চ্যালেঞ্জ মহড়া ২৩ নামক এ মহড়ায় ন্যাটোভুক্ত ১৪টি দেশের ১৫০ জঙ্গি বিমান অংশ নিচ্ছে। ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান পরিবর্তন করে ন্যাটোতে যোগদান করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


