কানাডায় নজীরবিহীন দাবানল

দেশটির নোভা স্কটিয়া প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানকার কর্তৃপক্ষ দাবানল নিয়ন্ত্রণে বাইরের থেকে সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে।

কানাডার পূর্বাঞ্চলের আটলান্টিক উপকুলের এ প্রদেশটির নজীরবিহীন দাবানলের কারণে ১৬ হাজারেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।  নোভা স্কটিয়ার প্রধানমন্ত্রী টিম হাউস্টোন বুধবার বলেন, তার সরকার অন্যান্য প্রদেশ থেকে ওয়াটার বোম্বারসহ বিভিন্ন সহায়তা পেয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোর কর্মকর্তাদের সঙ্গে সহায়তা পাওয়ার ব্যাপারে যোগাযোগ করেছেন।

দমকল কর্মীরা রাজধানী হলিফ্যাক্সের কাছে দু’টি বড় দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। প্রদেশটি জুড়ে এখন ১৪টি দাবানল জ্বলছে। নজীরবিহীন এ দাবানলে আকাশ ধুঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে এবং বাসিন্দারা উৎকন্ঠার মধ্যে রয়েছেন।

১০ লাখ জনসংখ্যা অধ্যুষিত প্রদেশটির প্রধানমন্ত্রী বলেন, আমরা সংকটের মধ্যে রয়েছি। আমরা আমাদের জন্য প্রয়োজনীয় সাহায্য দেওয়ার আবেদন জানাচ্ছি।

দমকল কর্মকর্তার বলেছেন, দমকা হাওয়া ও বাতাস শুস্ক থাকায় আগুন আরো মারাত্মক রূপ নিতে পারে বলে আশংকা করা হচ্ছে। হলিফ্যাক্সের ৩০ কিলোমিটার পশ্চিমে টেন্টলোনে বড় একটি দাবানল জ্বলছে।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, টেন্টালনে ৮৩৭ হেক্টর বনভূমি জ্বলছে। বারিংটন হ্রদ ও পুবনিকো অঞ্চলেও দাবানলে পুড়ছে বনভূমি। কর্মকর্তারা জানান, দাবানলে দু’শরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে তবে কেউ হতাহত হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে কানাডা এ ধরণের মারাত্মক দাবানল দেখা দিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news