যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমানে ক্রটি :  রাশিয়ায় জরুরী অবতরণ

এয়ার ইন্ডিয়ার একটি বিমান ২৩২ জন আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো যাবার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর বিমানটি রাশিয়ার মাগাদান বিমান বন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।

কর্মকর্তার বুধবার (৮ জুন) জানান যে, ২১৬ জন যাত্রী ও ১৬ ক্র নিয়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমানটি নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো যাচ্ছিল। মধ্য আকাশে বিমানে একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পাইলট বিমানটির গতিপথ পরিবর্তন করে রাশিয়ার উত্তরাঞ্চলের বন্দর নগরী মাগাদানের বিমান বন্দরে অবতরণ করান। বিমানটিতে অনেক মার্কিন নাগরিক থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, পাতলা বসতিপূর্ণ অঞ্চল মাগাদানে অবতরণের পর যাত্রীদেরকে একটি অস্থায়ী থাকার জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news