কিউবায় চীনের গোয়েন্দা ঘাঁটির খবর অস্বীকার
ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এ খবর কিউবা ও যুক্তরাষ্ট্র উভয় দেশ অস্বীকার করেছে। পত্রিকাটির খবরে অভিযোগ করা হয় যে চীন ক্যারিবীয় দেশ কিউবায় একটি ইলেক্ট্রনিক পর্যবেক্ষণ স্থাপনা নির্মাণ করেছে। যার সাহায্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে যোগাযোগের ওপর নজরদারি করা যাবে।
কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফারনান্ডেজ ডি কসিয়ো বলেন, কিউবায় চীনের ইলেক্ট্রনিক শ্রবণ স্থাপনা নির্মাণ করার খবর পুরোপুরি মনগড়া ও ভিত্তিহীন। তিনি বলেন, তার দেশ লাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সব ধরণের বিদেশী সামরিক উপস্থিতির বিরোধী। ওয়াল স্ট্রিট জার্নাালে খবরটি প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টা পর তিনি হাভানায় সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
পত্রিকাটির খবরে বলা হয়, কিউবা ও বেইজিং ক্যারিবীয় দেশটিতে একটি ইলেক্ট্রনিক শ্রবণ স্থাপনা নির্মাণের গোপন চুক্তি করেছে। যার সাহায্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে নজরদারি করা যাবে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবিও পত্রিকাটির এ খবর অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা সারা বিশ্বে বিশেষ করে এ গোলার্ধে চীনের প্রভাব বিস্তারের কর্মকান্ডের ব্যাপারে আমরা সজাগ রয়েছি।
পেন্টাগনের মুখপাত্র পাট রাইডার বলেন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের খবর সঠিক নয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


