২০২৩ সালে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০০, আহত ৯০০

 ট্রাফিক পুলিশের মহাপরিদপ্তর বলেছে, ৬০০ সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। মহাপরিদপ্তর জানিয়েছে, এর ১৩ শিশু এবং ৫৭ জন নারী রয়েছেন।

মহাপরিদপ্তরের পরিকল্পনা ও নীতি নির্ধারণ ম্যানেজার আবদুল ওদুদ খায়েরখোয়া বলেছেন, উল্লিখিত সময়ে আফগানিস্তানে ছোট-বড় ৬১৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৮০টি ছিল ভয়াবহ এবং এতে অনেকেই মারা গেছেন। ৩১৮টি দুর্ঘটনায় আহত হয়েছে অনেকে।

গাড়ির চালকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির বেশিরভাগ হাইওয়ে ধ্বংস হয়ে গেছে। আর তাতেই সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। তারা বর্তমান সরকারকে রাস্তাঘাট ঠিকঠাক করার দিকে নজর দিতে অনুরোধ করেছেন।

শিরীন নামে একজন চালক বলেছেন, দেশটির পশ্চিম দিকে রাস্তাঘাটের কোনো চিহ্ন নেই। কিছু রাস্তা বন্যার পানিতে তলিয়ে আছে, কিছু রাস্তা মাইনের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মারুফ নামের আরেকজন চালক বলেন, কিছু রাস্তা অত্যন্ত ভয়ংকর। চালকরা আইন-কানুন কিছুই মানছেন না। তবে যাত্রীদের অভিযোগ, কিছু দুর্ঘটনা ঘটেছে চালকদের গাফিলতি ও আইন না মানার কারণে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news