হজের সময় মক্কা-মদিনায় তীব্র গরম, ধূলিঝড়ের আশঙ্কা
এ বছর হজ পালন করতে যাওয়া ব্যক্তিদের দিনের বেলা অপেক্ষাকৃত গরম ও শুষ্ক অবস্থার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরবের আবহাওয়া কেন্দ্র। মক্কা ও মদিনায় হজের মৌসুমের আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম এ সর্তকতা জানায়।
এনসিএম বলেছে, তারা এ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাবে এবং প্রয়োজনে এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করে সরবরাহ করার চেষ্টা করবে। এ অবস্থায় হজযাত্রীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জিলহজ মাসের প্রথম ১৫ দিন মক্কায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। মদিনাতেও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯.৩ডিগ্রি সেলসিয়াস। জিলহজে মক্কার আবহাওয়া দিনের বেলা কিছুটা শুষ্ক এবং রাতে মাঝারি থাকবে। মাঝে মাঝে ধুলো বাতাস বইবে। মদিনাতেও একই রকম থাকবে আবহাওয়া। তবে রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা মক্কায় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
প্রসঙ্গত, ২০২০ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারির পর এ বছর সবচেয়ে বড় পরিসরে হজের পরিকল্পনা প্রকাশ করেছে সৌদি আরব। হাজিরা যেন নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে পারেন সেজন্য এবার রেকর্ড সংখ্যক ১৪ হাজার কর্মী মোতায়েন করবে সৌদি। এসব কর্মীর সঙ্গে থাকবেন আরো ৮ হাজার স্বেচ্ছাসেবক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এ বছর হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে ২৬ জুন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


