ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন
ফেরিটিতে দুর্ঘটনার সময় ১২০ জন আরোহী ছিলেন। ফিলিপাইনের মধ্যাঞ্চলের সাগর পথে সিকুইজোর প্রদেশ থেকে বহোল প্রদেশে যাওয়ার পথে এমভি এসপারেনঞ্জা স্টার নামের ফেরিটিতে আগুন ধরে যায়। বহোল প্রদেশের পাঙ্গালার অদূরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা জানান যে, দেশটির উপকুল রক্ষী বাহিনীর সদস্যরা এসে ফেরির যাত্রী ও ক্রদের উদ্ধার ও আগুন নিভিয়ে ফেলে। ফেরির যাত্রীদের কতজনকে উদ্ধার করা হয়েছে এবং কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উপকুল রক্ষীদের প্রকাশ করা ছবি ও ভিডিওতে দেখা যায় যে. ফেরির ডেকের দু’স্থান থেকে আগুনের শিখা ও কাল ধুঁয়া উড়তে দেখা যায়। ফেরিটির উপর উঠে আগুন নেভানোর কাজ করেন। অন্য একটি জাহাজ থেকে পানি দিয়ে আগুন নেভানো হয়।
দুর্ঘটনা কবলিত ফেরির কাছে একটি মাছ ধরার নৌকা ও একটি জাহাজ দেখা যায়। জ্বলন্ত ফেরির ৬৫ জন যাত্রী ও ৫৫ জন ক্রুর কাউকেই ফেরিটির উপর দেখা যায়নি।
দ্বীপপুঞ্জের দেশ ফিলিপাইনে সাগরে দুর্ঘটনা একটা সাধারণ বিষয়। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং জাহাজ যথাযথভাবে মেরামত ও নিরাপত্তার বিধি যথাযথভাবে অনুসরণ না করায় প্রত্যন্ত প্রদেশগুলোতে সাধারণত দুর্ঘটনা ঘটে থাকে।
গত মার্চ মাসে দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে ২৫০ আরোহীসহ একটি ফেরিতে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় ৩১ জন মারা যায়।
১৯৮৭ সালে ডোনা পাজ নামক একটি ফেরি ও একটি তেলবাহী জাহাজের সংঘর্ষে ৪ হাজার ৩০০ লোক মারা যায়। এটি শান্তিকালীন সময়ে বিশ্বের সবচেয়ে মারাত্মক নৌ দুর্ঘটনা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


