পাল্টা হামলা: তীব্র সংঘাতের মধ্যে আরও এলাকা ইউক্রেনের দখলে

রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। গত সপ্তাহে শুরু হওয়ার পর ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে রণাঙ্গনে তীব্র লড়াই চলছে। এ লড়াইয়ে সফলতা পাচ্ছে ইউক্রেনের বাহিনী। সর্বশেষ জাপোরিঝিয়া অঞ্চলের আরও একটি গ্রাম দখলে নিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা।

খবরে বলা হয়েছে, প্রচণ্ড লড়াইয়ের পর ইউক্রেনের সৈন্যরা গ্রামটি পুনরুদ্ধার করেছে। জাপোরিঝিয়া অঞ্চলের পশ্চিমে অবস্থিত ওই গ্রামটির নাম পিয়াতিখাটকি। এক সপ্তাহেরও বেশি সময় আগে কিয়েভের দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে ওই রণাঙ্গনে এটি ইউক্রেনীয় সেনাদের দ্বিতীয় সাফল্য।

ওই অঞ্চলের রাশিয়ান-নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ বলেছেন, ইউক্রেন ওই এলাকার ‘পরিচালনা সংক্রান্ত নিয়ন্ত্রণ’ নিয়েছে এবং রুশ সেনারা গোলাবর্ষণের মাধ্যমে পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রোগভ বলেছেন, ‘প্রচুর ক্ষয়ক্ষতি সত্ত্বেও শত্রুর ‘ঢেউয়ের মতো’ এসব আক্রমণ ইতিবাচক ফলাফল এনে দিয়েছে।’

তবে এ যুদ্ধপরিস্থিতি সম্পর্কে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি । আল জাজিরাও যুদ্ধক্ষেত্রের এসব রিপোর্ট যাচাই করতে পারেনি। তবে ইউক্রেন গত ১২ জুন জানিয়েছিল, পিয়াতিখাটকির পাশের গ্রাম লোবকোভেরও নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় সেনারা।

ব্রিটিশ গোয়েন্দারা জানায়,  ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে জাপোরিজিয়ায় সবচেয়ে তীব্র লড়াই চলছে। এছাড়া বাখমুত শহরের চারপাশে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কেও যুদ্ধ চলছে।  

এর আগে দক্ষিণ-পশ্চিম ওডেসা প্রদেশের আঞ্চলিক সরকারের মুখপাত্র সেরহি ব্রাচুক জানিয়েছিলেন, ইউক্রেনীয় বাহিনী নিকটবর্তী খেরসন প্রদেশের রুশ-অধিকৃত বন্দর শহর হেনিচেস্কের কাছে ‘খুব গুরুত্বপূর্ণ’ একটি অস্ত্রগুদাম ধ্বংস করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news