চীন-মার্কিন উত্তেজনা, শিকে স্বৈরশাসক বললেন বাইডেন

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জুন) ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচর বেলুন ধ্বংসের ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুবই বিব্রত হয়েছিলেন বলেও দাবি করেন বাইডেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি’র সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দেখা করার মাত্র একদিন পর  বাইডেন এই মন্তব্য করলেন। মূলত জিনপিং-ব্লিনকেন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল  দুই পরাশক্তি দেশের মধ্যে উত্তেজনা ্রহ্রাস করা।

বাইডেন বলেন, আমি সেই গুপ্তচর সরঞ্জামে ভরা বেলুনটিকে গুলি করে নামিয়ে এনেছিলাম। তিনি (জিনপিং) জানতেনই না, সেখানে এমনটি ঘটতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্দেহভাজন চীনা একটি গুপ্তচর বেলুন মার্কিন আকাশসীমার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। সেটি ধ্বংস করে দেওয়ার প্রেক্ষাপটে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। এমনকি সেই ঘটনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তার নির্ধারিত চীন সফরটি স্থগিত করেছিলেন। যদিও উত্তেজনা কাটাতে সম্প্রতি তিনি চীন সফর করেছেন।

বাইডেন মঙ্গলবার আরও বলেছেন, চারদেশীয় কৌশলগত নিরাপত্তা জোট কোয়াড নিয়ে উদ্বিগ্ন শি জিনপিং। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news