প্যারিসে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৩৭
ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ বিস্ফোরণে ২৭ জন আহত হয়েছে, এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার মধ্য প্যারিসের পঞ্চম অ্যারোন্ডিসমেন্টে রুয়ে সেন্ট-জ্যাকসে অবস্থিত ক্যাথলিক শিক্ষাব্যবস্থার সদর দপ্তরের একটি ভবনে এই বিস্ফোরণ হয়। ভবনটি ভ্যাল ডি গ্রেস গির্জার একদম কাছেই।
এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুইজন নিখোঁজ রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। রিপোর্টটি লেখা পর্যন্ত, ধ্বংসাবশেষ থেকে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে জরুরী উদ্ধারকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের আগে তীব্রভাবে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় ডেপুটি মেয়র এডওয়ার্ড সিভেল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ ঘটনাস্থল পরিদর্শনের পর জানিয়েছেন, প্রাথমিকভাবে ক্যামেরার ফুটেজ দেখে বোঝা যাচ্ছে বিস্ফোরণটি ঘটেছে ভবনের ভিতরে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


