চীনে বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩১
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরে ‘ড্রাগন বোট’ উৎসব পালনের জন্য বন্ধুবান্ধব ও পরিবারপরিজন নিয়ে ফুয়াং বারবিকিউ রেস্তোরাঁয় সমবেত হন লোকজন। স্থানীয় সময় বুধবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ওই রেস্তোরাঁয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) থেকে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ৩১ জন নিহত হওয়া ছাড়াও আরো ৭ জন গুরুতন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানা সিনহুয়া। এ ছাড়া দু’জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন, দুজনের শরীরের সামান্য অংশ পুড়েছে এবং বাকি দুজনের শরীর বিস্ফোরণে উড়ে আসা কাঁচে কেটে গেছে।
কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমিটিকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, রেস্তোরাঁয় এলপিজির ছিদ্র থেকে এ বিস্ফোরণ ঘটে। রেস্তোরাঁটি শহরের আবাসিক এলাকার ব্যস্ত রাস্তার পাশে অবস্থিত।
রাষ্ট্রায়ত্ত সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে, রেস্তোরাঁ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। কাঁচসহ বিভিন্ন জিনিসপত্রের ভাঙা টুকরা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আহত ব্যক্তিদের সুচিকিৎসার সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


