শরীরে পানিশূন্যতায় হাসপাতালে ভর্তি নেতানিয়াহু
হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মাথা ঘোরা বোধ করার পর তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি পানিশূন্যতায় ভুগছিলেন বলে মনে করছেন চিকিৎসকরা।
এর আগে গত শুক্রবার স্ত্রীকে নিয়ে রোদে ঘোরাঘুরি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আর এর পরদিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। নেতানিয়াহুর শারীরিক অবস্থা এখন ভালো বলে তার দপ্তার জানিয়েছে।
খবরে বলা হয়েছে, নেতানিয়াহু গত শুক্রবার ইসরায়েলের গ্যালিলি সাগর পরিদর্শন করেন। এটি একটি জনপ্রিয় অবকাশর কেন্দ্র। এরপর নেতানিয়াহু শনিবার ‘হালকা মাথা ঘোরা’ অনুভব করতে শুরু করেন এবং তার ডাক্তার তাকে তেল আবিব শহরের কাছে শেবা মেডিকেল সেন্টারে যাওয়ার নির্দেশ দেন। তাকে আরও পরীক্ষার জন্য হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


