স্পেনের যাওয়ার চেষ্টা, ৮ শতাধিক উদ্বাস্তুকে উদ্ধার করল মরক্কো
স্পেন ও মরক্কোর সীমান্ত বেড়ার কাছে বোতলের সাহায্য নিয়ে সাঁতার কাটছে আশরাফ(১৪) ছবিটি ২০২১ সালের মে মাসের
সাজ্জাদুল ইসলামগত ১০ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে তাদের উদ্ধার করা হয়। মরক্কোর দক্ষিণে দেশটির জলসীমার মধ্য থেকে তাদের অর্ধেককে উদ্ধার করা হয় । দেশটির নৌবাহিনী মোট ৮৪৫ জন উদ্বাস্তুকে উদ্ধার করে। তাদের অধিকাংশই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের অধিবাসী। মরক্কোর রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এ খবর জানায়।
এ সময় মরক্কোর নৌবাহিনী একটি মরদেহও উদ্ধার করেছে। স্পেনে যাওয়ার চেষ্টা বেড়ে যাওয়ার মধ্যে এদেরকে উদ্ধার করা হল। আফ্রিকার উত্তরপশ্চিমের দেশ মরক্কোকে ইউরোপে আশ্রয় প্রার্থীরা ট্রাঞ্জিট হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। অভিবাসী প্রত্যাশীরা মরক্কোর উপকুল হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ ও মূল ভূখন্ড হয়ে ইউরোপে আশ্রয় খোঁজার জন্য বিপদসংকুল পথ পাড়ি দেওয়ার চেষ্টা করে। ক্যানারি মরক্কোর দক্ষিণ উপকুল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
মরক্কো, বিরোধপূর্ণ পশ্চিম সাহারা, মৌরিতানিয়া ও সেনেগাল উপকুল থেকে অনেক নৌযান স্পেনের ক্যানারি দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে থাকে। ইউরোপের উন্নত জীবনের উদ্দেশ্যে এ ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করে তারা। ক্যানারির রুটের আটলান্টিক সাগরে প্রবল স্রোত থাকে। উদ্বাস্তুরা সাধারণত পাইরোগাস নামে এক ধরণের কাঠের নৌকা করে এ পথ পাড়ি দেওয়ার চেষ্টা করে যা এমন প্রবল স্রোতে চলার উপযুক্ত নয় এবং অনেক সময় নৌযানগুলোতে পর্যাপ্ত খাওয়ার পানিও থাকে না।
দুর্গত উদ্বাস্তুদের জন্য হটলাইন এলার্মফোন মঙ্গলবার এক টুইটে জানায়, পশ্চিম সাহারা উপকুলে নৌযান ডুবে ২৪ জন মারা গেছে। নৌকাটি দুই দিন আগে ডুবে যায়। তাতে ৬১ জন আরোহী ছিল। তাদের মধ্যে ৩৭ জন জীবিত আছে। মরক্কো কর্তৃপক্ষ অবশ্য এ খবর নিশ্চিত করেনি।
স্পেনের উপকুল রক্ষী বাহিনী গত সপ্তাহে তিনটি নৌযান সন্ধান করে যাতে ৩০০ আরোহী ছিল। দুর্গত অভিবাসী প্রত্যাশীদের সাহায্য করে স্পেনের এনজিও কামিন্ডো ফ্রন্টেরাস। তারা জানায় নৌকা তিনটির সন্ধান পাওয়া যাচ্ছে না।
২০১৯ সাল থেকে আটলান্টিক পথে অভিবাসী প্রত্যাশীদের ইউরোপ যাওয়ার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পায়। ইউরোপের দক্ষিণ উপকুলে টহল জোরদার করার পর ভুমধ্যসাগর পথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা নাটকীয়ভাবে কমে গেছে।
২০২৩ সালের প্রথম ৬ মাসে ৭ হাজার ২১৩ জন অভিবাসন প্রত্যাশী ক্যানারি দ্বীপপুঞ্জে গেছে বলে স্পেনিশ কর্তৃপক্ষ জানিয়েছে। মরক্কোর কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের প্রথম ৫ মাসে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টার সময় ২৬ হাজার লোককে বাধা প্রদান করেছে। এর আগের বছর এ সংখ্যা ছিল ৭১ হাজার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


