মার্কিন সেনার উ. কোরিয়া প্রবেশ নিয়ে হৈচৈ
দুই কোরিয়ার সীমানা বিভাজনকারী রেখায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ সময় মার্কিন সেনা ‘উচ্চ শব্দে হাসছিলেন’ বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। এ ঘটনা তুমুল হইচই ফেলেছে। উত্তর কোরিয়া ওই সেনাকে আটক করেছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একটি দল দুই কোরিয়াকে বিভাজনকারী ওই এলাকা পরিদর্শনে গিয়েছিল। এ সময় যুক্তরাষ্ট্রের ওই সেনা হঠাৎ সীমানা পেরিয়ে উত্তর কোরিয়া অংশে ঢুকে পড়েন।
ওই পরিদর্শক দলে ছিলেন এমন একজন মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে বলেন, সেখানে যাওয়ার পর তারা আশপাশের এলাকা ঘুরে দেখা শুরু করেন। এমন সময় এক ব্যক্তিকে হো হো করে হাসতে হাসতে কয়েকটি ভবনের মাঝ খান দিয়ে দৌড়ে চলে যেতে দেখেন। ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘শুরুতে আমি ভেবেছিলাম তিনি (মার্কিন সেনা) কৌতুক করছেন। কিন্ত যখন তিনি আর ফিরে এলেন না তখন বুঝতে পারলাম ওই সেনা মজার ছলে এ কাজ করেননি। এরপরে পরিস্থিতি বদলে যায়।’
সীমানা পেরিয়ে যাওয়া ওই মার্কিন সেনার সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ঘটনার পর এক সংবাদ সম্মেলন করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সেখানে লয়েড অস্টিন বলেন, ‘আমরা অনেক কিছুই জানি না। জানার চেষ্টা চলছে।’ তিনি বলেন, ‘আমরা ধারণা করছি সে এখন উত্তর কোরিয়ার হেফাজতে আছে। আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং খতিয়ে দেখার চেষ্টা করছে ঘটনা কী ঘটেছিল।’
দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল আইজ্যাক টেইলর বলেন, ঘটনাটি কীভাবে সমাধান করা যায় তা নিয়ে মার্কিন সেনাবাহিনী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে। তবে সীমান্ত টপকে যাওয়া মার্কিন সেনা সম্পর্কে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি। জাতিসংঘে উত্তর কোরিয়া মিশনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


