এল সালভাদর উপকূলে ৬.৫ মাত্রার ভূমিকম্প

 মধ্য আমেরিকার দেশটিতে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মঙ্গলবার সন্ধ্যায়। এল সালভাদর ছাড়াও মধ্য আমেরিকার আরও বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের জেরে অবশ্য সুনামি সতর্কতা জারি করা হয়নি। 

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে এল সালভাদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে।

অবশ্য এই ভ’মিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি এবং  এল সালভাদরে সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news