ব্রিটিশ পার্লামেন্টে দুই আসন হারালো সুনাকের কনজারভেটিভ পার্টি
তিনটি আসনের উপনির্বাচনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি দু’টিতেই পরাজিত হয়েছে। ওই দুইটির মধ্যে একটিতে লেবার পার্টি এবং অন্যটিতে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি জয়ী হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের আক্সব্রিজে জয় পেয়েছে শাসক দল।
সমারসেট অ্যান্ড ফ্রোম কেন্দ্রে ১১ হাজারেরও বেশি ভোটে শাসক দল কনজারভেটিভ পার্টিকে হারিয়ে দখল করেছে লিবারাল ডেমোক্র্যাটরা। ২৯ শতাংশ ভোট শাসকের থেকে জয়ী প্রার্থীর ঝুলিতে গিয়েছে। এই কেন্দ্রে জিতেছেন লিবারাল প্রার্থী সারা ডাইক। মোট ২১ হাজার ১৮৭ ভোট পেয়েছেন তিনি।
নর্থ ইয়র্কশায়ারের সেলবি অ্যান্ড আইনস্টি কেন্দ্রে ২০ হাজার ১৩৭ ভোটে জিতে ইতিহাস তৈরি করল লেবার পার্টি। ১৯৪৫ সালের উপনির্বাচনে কনজারভেটিভ পার্টির সর্বোচ্চ ব্যবধানে জয়ের নজির ভেঙে দিয়েছেন লেবার পার্টির কায়ার মাথের। ২৫ বছর বয়সি এই এমপি-ই এই মুহূর্তে কনিষ্ঠতম। ২০১০ সাল থেকে এই কেন্দ্রে জিতছে কনজারভেটিভ পার্টি।
বরিস জনসনের কেন্দ্রে মাত্র ৪৯৫ ভোটে জিতেছেন কনারভেটিভ পার্টির প্রার্থী স্টিভ টাকওয়েল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


