মেক্সিকোর বারে অগ্নিসংযোগ, নিহত ১১
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরের এই ঘটনা ঘটে। শহরটি যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে অবস্থিত।
নারীদের সঙ্গে বাজে ব্যবহার করায় মেক্সিকোর একটি বার থেকে এক ব্যক্তি বের করে দেওয়া হয়। পরে ওই ব্যক্তি ফিরে এসে বারটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী ।
রাজ্যের অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে রয়টার্স জানায়, নিহত নারীদের মধ্যে একজন মার্কিন নাগরিক। সম্ভবত মেক্সিকোর দ্বৈত জাতীয়তা রয়েছে তার। গুস্তাভো রোমুলো সালাস নামের আরেক নিহতের বয়স মাত্র ১৭ বছর।
রাজ্যের প্রসিকিউটর দপ্তর জানায়, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত বারটায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


