কম্বোডিয়ায় ৩৮ বছর ক্ষমতাসীন হুন সেন এর দলের জয় নিশ্চিত

কম্বোডিয়ার দীর্ঘ দিনের শাসক হলেন হুন সেন। রোববারের নির্বাচনে তার দলের শাসনের মেয়াদ আরেক দফা বাড়ার বিষয় সুনিশ্চিত হয়েছে। কারণ এ সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ করার মতো কোন শক্তিশালী দল নেই।

রাজধানী নমপেনে ভোট দেওয়ার জন্য আসা ভোটাররা বিবিসিকে বলেছেন,তারা আশা করছেন যে, পার্লামেন্টের ১২৫ আসনের সব কটিতেই হুনসেনের ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি ( সিপিপি) পুনরায় জয়ী হবে।

 হুনসেন ৩৮ বছর যাবত কম্বোডিয়ায় ক্ষমতায় রয়েছেন। নির্বাচনে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ হতে পারতো যে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দলকে গত মে মাসে তিনি অযোগ্য ঘোষণা করা যায়।

 সমালোচকরা এ নির্বাচনকে লজ্জা বলে অভিহিত করেছেন। নমপেনের একজন ত্রাণকর্মী ও ভোটার বলেন, ‘এটি একটি কারচুপির নির্বাচন। কারণ এ নির্বাচনে সত্যিকারের কোন শক্তিশালী বিরোধীদল নেই।’

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সরকার নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে। কোন ব্যক্তি ভোট বর্জন বা ব্যালট পেপার নষ্ট করলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আনা হবে জানিয়ে দেওয়া হয়েছে।

 ২০১৮ সালের নির্বাচনে সিপিপি ১২৫ আসনের সব কটিতে জয়ী হয়। সে সময়ও রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত দেশটির আদালত প্রধান বিরোধীদলকে বিলুপ্ত করেছিল।

এবারের নির্বাচনে অন্য ১৭টি ছোট ছোট দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এসব দল কার্যত ক্ষমতাসীন দলের মিত্র। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news