গরমে যুক্তরাষ্ট্রে ব্যবসা স্থবির, ১শ বিলিয়ন ডলারের কর্মক্ষমতা বিনষ্ট

যুক্তরাষ্ট্রের ফনিক্সে গত ২৩ দিন ধরে তাপমাত্রা উঠছে ১১৯ ডিগ্রি ফারেনহাইটে। সেখানকার বাসিন্দারা বলছে গরমে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। 

পার্ক কিংবা ঘরে সর্বত্রই মার্কিনীরা গরমে হাঁসফাঁস করছে। ব্যবসা থেকে শুরু করে স্বাভাবিক কাজকর্ম করতে তারা গলদঘর্ম হয়ে উঠছেন। মার্কিন এক নারী বলেন, অসহ্য গরম। অকল্পনীয়। নিঃস্বাস নেওয়া দায়। সূর্য ডুবে গেলেও রাতে একই পরিস্থিতি। 

এধরনের তাপমাত্রায় শুধু যুক্তরাষ্ট্রেই বছরে ১শ বিলিয়ন ডলারের কর্মক্ষমতা বিনষ্ট হচ্ছে বলে এক জরিপে বলা হয়েছে। 

আবহাওয়া নিয়ন্ত্রণে না এলে ২১০০ সাল নাগাদ গরমেই বিশ^ অর্থনীতির এক ষষ্ঠাংশ অর্থনৈতিক কার্যক্রম হারিয়ে যাবে। 

মুডির বিশ্লেষণ বিভাগের অর্থনৈতিক গবেষণা বিভাগের পরিচালক ক্রিস লাফাকিস বলেন, গরমে শুধু প্রাণহানির ঘটনা ঘটছে তা নয়, উৎপাদন বিঘ্নিত হচ্ছে এবং ব্যবসার ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হচ্ছে। 

আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডের ওপর গরম চাপ সৃষ্টি করছে। এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে খরচও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। 

তিনি বলেন যারা অফিস বা ঘরের বাইরে কাজ করেন গরমে তাদের অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।

আদ্রিয়েনে আরশত-রকফেলার ফাউন্ডেশনের রেজিলেন্স সেন্টারের পরিচালক ক্যাথি বগম্যান ম্যাকলিয়ড বলেন জরিপ বলছে কর্মীরা যদিও শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে কাজ করার সুযোগ পাচ্ছে, তারপরও তাপমাত্রার কারণে তার স্বাস্থ্যের নিরব ঝুঁকি বাড়ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news