দাবানলের কারণে গ্রিসে অস্ত্রগুদামে বিস্ফোরণ

গ্রিসের বিমান বাহিনী জানিয়েছে তারা সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে দাবানল কবলিত এলাকার কাছ থেকে এফ-১৬ জঙ্গী বিমানগুলো অন্যত্র সরিয়ে নিয়েছে। 

প্রবল বাতাসে রোডস দ্বীপের দাবানল আরও ছড়িয়ে পড়ছে। এতে বৃহস্পতিবার গ্রিসের  মধ্যাঞ্চলে বিমান বাহিনীর অস্ত্রগুদামে কয়েক দফা মারাত্মক বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে দেশটির দমকল কর্মী বেশ কয়েকটি অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা করে যাচ্ছেন। 

ভূমধ্যসাগরীয় অঞ্চলে গত দুই সপ্তাহে তৃতীয়দফা দাবদাহের সময় বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে দুইজন হলেন দমকল বিমানের পাইলট। দাবানলের কারণে রোডস দ্বীপ থেকে বিপুল সংখ্যক পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রিসের মধ্যাঞ্চলের মাগনিসিয়ার ভোলোস এলাকার দাবানল বড় বিমান ঘাঁটি নিয়া আনচিয়ালোসের প্রায় ৬ কিলোমিটারের মধ্যে চলে আসলে সেখানকার এফ-১৬ জঙ্গী বিমানগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। 

দমকল বিভাগের মুখপাত্র আয়োনিস আর্টোপিওস বলেছেন, ভোলোস এলাকার ১২টি গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কারণে গ্রিসের ব্যস্ততম সড়কটি কয়েক ঘন্টা বন্ধ রাখা হয়। এবং ট্রেন চলাচল বিলম্বিত করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি


 

news