মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আরেক ভারতীয় বংশোদ্ভূত

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের শেষের দিকে। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চাইছেন অনেকেই, তাদের মধ্যে কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতও রয়েছেন। নিক্কি হ্যালি এবং বিবেক রামাস্বামীর পর তৃতীয় ব্যক্তি হিসেবে এই তালিকায় যোগ দিলেন ভারতীয়-আমেরিকান প্রকৌশলী হর্ষবর্ধন সিং।

৩৮ বছর বয়সী হর্ষবর্ধন সিং টুইটারে একটি ভিডিও পোস্টের মাধ্যমে নিজের মনোনয়ন নিশ্চিত করে জানান, আমেরিকার পারিবারিক মূল্যবোধ, অধিকার এবং নানাবিধ চিন্তা ও আলোচনার ক্ষেত্র চতুর্মুখী আক্রমণের শিকার হয়েছে। গত কয়েক বছরে মার্কিন মূল্যবোধ নিয়ে যা হয়েছে তা থেকে উত্তরণে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। যে কারণে আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির মনোনয়ন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

হর্ষবর্ধন অবশ্য এর আগে একাধিক পদের জন্য লড়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে। নিজেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক বলেও উল্লেখ করেন তিনি।

নিজেকে একজন আজীবন রিপাবলিকান দাবি করে তিনি বলেন, আমার দেখা সেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই আমি রিপাবলিকান দলের সঙ্গে যুক্ত ছিলাম।

পিটিআই বলছে, এই তিন ভারতীয় বংশোদ্ভূত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডোনাল্ড ট্রাম্প আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও ২০২৪ সালের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে সম্ভাব্য অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news