সুপার টাইফুন ‘ডকসুরি’র প্রভাবে বেইজিংয়ে ভারী বৃষ্টিপাত

টাইফুনটি চীনের রাজধানী অতিক্রম করার সময় নগরীতে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ২ কোটি ২০ লাখ জনসংখ্যা অধ্যুষিত বেইজিংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

নগরীর মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৫১ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার রাতে নগরীতে ১৪০.৭ মিলিমিটার (৫.৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। এরমধ্যে ফাংশান এলাকায় সর্বোচ্চ ৫০০.৪ মিমি (১৯.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। নগরীর অবজার্ভেটরি এ তথ্য জানিয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে নগরীর দক্ষিণ ও পশ্চিমের এলাকাগুলোতে আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানানো হয়। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর জানা যায়নি।

চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশারী টাইফুনের একটি হল ডকসুরি। দেশটির রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের উচ্চ সতকর্তা জারি করা হয়েছে। ২০১১ সালের পর প্রথমবারের মতো এমন সতর্কতা জারি করা হল।

ডকসুরি চলতি সপ্তাহের প্রথম দিকে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ধ্বংসের চিহ্ন এঁকে দিয়ে চীনের দিকে ধেয়ে আসে। ফিলিপাইনে পৌঁছে এটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। ফিলিপাইনে এ ঝড়ের কবলে পড়ে অনেক লোক প্রাণ হারিয়েছে। শুক্রবার চীনের দক্ষিণপূর্ব দিকে ঘন্টায ১৭৫ কিলোমিটার বেগে আঘাত হানে এ টাইফুন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ফুজিয়ান প্রদেশের প্রায় ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

ডকসুরি আঘাতের প্রভাব শেষ হওয়ার আগেই আরেকটি টাইফুন ‘খানুন’ চীনের ঘনবসতিপূর্ণ অঞ্চলে এ সপ্তাহে আঘাত হানতে যাচ্ছে বলে জানা গেছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

news