যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুটি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটছে

২০২১ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার যে রেকর্ড সৃষ্টি হয়েছিল, চলতি বছর তা ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে। ২০২১ সালে মোট ৬৯০টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। চলতি বছর এ পর্যন্ত ৪১৯টি বড় ধরনের বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভ এই তথ্য দিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালের জুন পর্যন্ত ৪০১টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। সে হিসেবে একই সময়ে প্রতিদিন ১.৯টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটে। এখনো চলতি বছর শেষ হতে ১৫৩ দিন বাকি। এ অবস্থায় আশঙ্কা করা হচ্ছে চলতি বছর গণগুলি বর্ষণের ঘটনার যে প্রবণতা তাতে ওই রেকর্ড ছাড়িয়ে যাবে।

 চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত বন্দুক সহিংসতায় ২৫ হাজার মানুষ মারা গেছে। অর্থাৎ বন্দুক সহিংসতায় দেশটিতে গড়ে প্রতিদিন ১১৮ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সমস্ত মৃত্যুর ঘটনায় প্রতিদিন গড়ে একজন শিশু মারা যাচ্ছে যাদের বয়স শূন্য থেকে ১১ বছর। এছাড়া, ১২ থেকে ১৭ বছরের শিশু কিশোর মারা যাচ্ছে প্রতিদিন গড়ে চারটি।

চলতি বছরের গণ-গুলিবর্ষণের ঘটনায় ২২ হাজার মানুষ আহত হয়েছে যার মধ্যে ৪০০টি শিশু এবং ২,৪০০ কিশোর-কিশোরী রয়েছে। তবে গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যে যুক্তরাষ্ট্রের পুরো চিত্র উঠে আসেনি, এর বাইরেও অনেক বন্দুক সহিংসতা ও হতাহতের ঘটনা থেকে যায়। এছাড়া হাজার হাজার অভিভাবক তাদের সন্তান হারানোর মর্মযাতনা ভোগ করছে। অনেক পরিবার বেদনার চিরস্বাক্ষী হয়ে আছে।

গিফফোর্ডস ল’ সেন্টার টু প্রিভেন্ট গান ভায়োলেন্সের গবেষণা পরিচালক কেলি ড্রেন বলেন, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বিশাল যাতনা বয়ে আনছে। বাস্তবতা হচ্ছে আমরা জানি বন্দুক সহিংসতা প্রতিরোধ করা যায় কিন্তু এজন্যে কোনো কার্যকর প্রচেষ্টা নেওয়া সম্ভব হচ্ছে না। অথচ সিংহভাগ ভোটাররা চাচ্ছে বন্দুক সহায়তা বন্ধ হোক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news