এলপিজি ট্যাংকারে সঙ্গে ধাক্কায় ডুবে গেল সুয়েজ টাগবোট, নিহত ১
হংকংএর পতাকাবাহি ট্যাংকারটির সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ খালটিতে শনিবার ধাক্কা লাগে। টাগবোটটির একজন ক্রু এ দুর্ঘটনায় নিহত হন। তার নাম সাইয়েদ মুসা। তার পরিবার একথা জানিয়েছে।
সুয়েজ ক্যানাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি এক বিবৃতিতে জানান যে, ‘ফাহদ’ নামের টাগবোটটিতে সে সময় ৭ জন আরোহী ছিলেন। তিনি বলেন, উদ্ধার কাজ শুরু হয়েছে। ডুবন্ত টাগবোটটি তোলার জন্য ক্রেন পাঠানো হয়েছে। সংঘর্ষে এলপিজি বোঝাই ট্যাংকার চিনাগাস লেজেন্ডের কোন ক্ষতি হয়নি। ট্যাংকারটি সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল।
রাবি বলেন, দুর্ঘটনার বিষয় নিস্পত্তি না হওয়া পর্যন্তু ট্যাংকারটি মিসরে পোর্ট সাঈদে অবস্থান করবে। ২৩০ মিটার দীর্ঘ ও ৩৬ মিটার চওড়া ট্যাংকারটি ৫২ হাজার টন এলপিজি বহন করছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


