ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র আর থাকবে না - পেলোসি

 যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছর  প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে ফিরে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্ব বন্ধ হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি।
পেলোসি নিউইয়র্ক ম্যাগাজিনকে বলেন, ‘এমনটিও ভাববেন না, এটা ঘটতে পারে না, অথবা আমরা ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র আর থাকবে না।

পেলোসি ট্রাম্পকে ‘ভয়প্রাপ্ত কুকুরছানা’ হিসেবে বর্ণনা করে বলেন, ট্রাম্প অসুস্থ ও বিকারগ্রস্ত সাইকো যিনি একদিন নরকে বাস করবেন।

ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র আর থাকবে না - পেলোসিএতে উল্লেখ করা হয়, ১ ঘণ্টার বেশি সময়ের বক্তৃতায় ট্রাম্প নিজের গুণগানের পাশাপাশি গত ২ বছরে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের 'ব্যর্থতাগুলো' তুলে ধরেন।

তবে ক্ষমতার বাইরে থাকলেও ট্রাম্পের এমন অনেক মিত্র আছেন যারা রিপাবলিকান পার্টিতে বেশ প্রভাবশালী। আবার অনেকে মনে করেন, ট্রাম্পের সামনে এমন সব বাধা আছে যার কারণে তার হোয়াইট হাউসের জন্য লড়াই খুব একটা সহজ হবে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news