বিশ্বের বৃহত্তম বিমানবন্দর সৌদির কিং ফাহাদ

সৌদি আরবের প্রধান চারটি বিমানবন্দরের মধ্যে দাম্মামস্থ কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় বিমাবন্দর হিসেবে খ্যাতি পেয়েছে। এটি এতো বিশাল যে, পার্শবর্তী দেশ বাহরাইনের আয়তনও এর থেকে কম। এই বিমানবন্দরটি আয়তনে এত বড় যে প্রায় ৪ থেকে ৫টি শহর এই এলাকায় বসতি স্থাপন করতে পারে।

শুধু বিমানবন্দর ভবনটি ৩৬ দশমিক ৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে। আর সমগ্র বিমানবন্দরটির আয়তন ৭৭৬ বর্গকিলোমিটার। তবে এই মুহুর্তে বিমানবন্দর চত্বর দখল করে আছে প্রায় ১২১ বর্গকিলোমিটার জায়গা।

 কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৮৩ সালে। ১৬ বছর পর ১৯৯৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। উপসাগরীয় যুদ্ধের সময় এটিকে একটি মার্কিন বিমানঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো।

বর্তমানে বিমানবন্দরটি বাৎসরিক ১ কোটির বেশি যাত্রীকে সেবা দেওয়ার পাশাপাশি, বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদিয়া আরামকোর পরিবহন কাজে ব্যবহৃত হচ্ছে।

বিমানন্দরটি মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ এভিয়েশন স্কুল অক্সফোর্ড সৌদিয়ার প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। দেশটির পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত তারা অন্তত ৩ হাজার জন পাইলটকে প্রশিক্ষণ করাতে চায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news