ভাঙচুর চালানোর অভিযোগে গ্রেপ্তার ভালুক
ঘরবাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগে গ্রেপ্তার হলো এক ভালুক। বিরল এই কাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোয়। বর্তমানে রাজ্যের অভয়ারণ্যে ৩ সন্তানসহ আটক আছে প্রাণীটি।
যমুনাটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মৎস্য ও বণ্যপ্রাণী অধিদপ্তরের তথ্য অনুসারে, ২১টি ঘরবাড়িতে ভাঙচুর চালিয়েছিলো এই বন্য প্রাণীটি। গেলো বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত লিপিবদ্ধ করা হয় এসব ঘটনা। জায়গাগুলোয় মিলেছে কালো নারী ভালুকটির ডিএনএ।
প্রাণীটিকে শনাক্তের জন্য নাম দেয়া হয়েছে সিক্সটি ফোর-এফ। এ ধরনের ভালুক সাধারণত মোটা পেটের জন্য ‘হাংক দি ট্যাংক’ নামে পরিচিত। বন বিভাগ জানিয়েছে, আচরণ শোধরাতে পারলে শিশু ভালুকগুলোকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে। কিন্তু অভয়ারণ্যেই থাকতে হবে মা’কে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


