২০২২ সালে সৌদিতে সাড়ে তিন লাখ নারীর বিবাহ বিচ্ছেদ হয়েছে

সৌদির জেনারেল অথরিটি অফ স্ট্যাটিস্টিকস তাদের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেশটির নারীদের সার্বিক অবস্থা তুলে ধরেছে। ২০২২ সালের তথ্যের উপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদন থেকে ওই তথ্য জানা গেছে।

‘নারী প্রতিবেদন-২০২২’ শীর্ষক প্রতিবেদনটি বলছে, সবচেয়ে বেশি ডিভোর্স দেখা গেছে ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের মধ্যে। এই বয়সী মোট ৫৪ হাজার নারীর গত বছর সংসার জীবনের ইতি ঘটেছে। দ্বিতীয়স্থানে রয়েছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। গত বছর এই বয়সী ৫৩ হাজার নারী স্বামীর সংসার ছেড়েছেন। গত বছর বিধবা বা স্বামী হারা হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন সৌদি নারী।

বিভিন্ন ধরনের জরিপ, রেজিস্ট্রির তথ্য এবং ২০২২ সালের আদমশুমারি বিশ্লেষণ করে দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং প্রযুক্তিতে নারীদের কেমন অবদান তা দেখার জন্য এই জরিপ পরিচালনা করা হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
  

news