সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করার বার্ষিকীতে ওয়ারশোতে বিশাল কুচকাওয়াজ
ওয়ারশো যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বিজয়ের ১০৩তম বার্ষিকী উপলক্ষে পোলান্ডের সশস্ত্র বাহিনী গত মঙ্গলবার (১৫ আগষ্ট) কুচকাওয়াজের আয়োজন করে। এ সময় দেশটির রাজধানীর আকাশ দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ ও দক্ষিণ কোরিয়ার এফএ-৫০ জঙ্গীবিমান সহ ১০০ বিমান প্রচণ্ড গর্জন তুলে উড়ে যায়।
ন্যাটো জোট সদস্য পোলান্ড স্নায়ুযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে ২০০০ সেনা অংশ নেন। দেশটির বিভিন্ন মারাণাস্ত্র কুচকাওয়াজে অংশ নেয়। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ১৯২০ সালের ওয়ারশো যুদ্ধে পোল্যান্ড ইউরোপ অভিমুখী বলশেভিক বাহিনীকে পরাজিত করেছিল।
প্রতিবেশি ইউক্রেনে চলমান যুদ্ধ এবং আগামী অক্টোবরে পোলান্ডের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে এ কুচকাওয়াজ চালানো হয়। এর মাধ্যমে সরকার দেশটির পূর্ণ সামরিক প্রস্ততির বিষয় তুলে ধরেছে।
৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সমবেত লোকেরা কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। যুক্তরাষ্ট্রের তৈরি আব্রাহাম ট্যাংক, চলমান কামান ব্যবস্থা হিমার্স এবং প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র, কে ৯ হাইটজারসহ ২০০ সামরিক যান রাজধানীর রাস্তা প্রদক্ষিণ করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


