ইউক্রেনের গুরুত্বপূর্ণ দানিউব নৌবন্দরে রুশ ড্রোনের হুমকি
দানিউব নদী বন্দর এলাকায় রাশিয়ার ড্রোন প্রবেশ করেছে এবং রুমানিয়া সীমান্ত সংলগ্ন ইজমেইল ও রেনি বন্দরের কাছে সেগুলো লক্ষ্য করে গোলানিক্ষেপ করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এসব নৌবন্দর দিয়ে ইউক্রেন বিশ্ববাজারের খাদ্যশস্য রপ্তানি করছে এখন।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়ার সামরিক ড্রোনগুলো দানিউব নদীর মোহনা দিয়ে প্রবেশ করে ইজমেইল বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। যুদ্ধ পর্যবেক্ষণকারী সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো জানিয়েছে, তারা বুধবার (১৬ আগষ্ট) শেষরাতে ইজমেইল ও রেনি বন্দরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবর্ষনের শব্দ শুনতে পেয়েছে।
ইউক্রেনের দক্ষিণের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার ইজমেইলের বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানান রাত দেড়টার দিকে। এক ঘন্টা পর এ সতকর্তা অবশ্য তুলে নেওয়া হয়।
ওডেসা রাশিয়ার হামলা ইউক্রেন ও তার প্রতিবেশি রুমানিয়াকে ক্ষুব্ধ করেছে। শস্য চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ার পূর্বে ইউক্রেনের শস্য রপ্তানির একচতুর্থাংশ দানিউব নৌবন্দরের দিয়ে হতো।
দানিউব নৌবন্দরগুলো এখন ইউক্রেনের শস্য রপ্তানির মূল রুটে পরিণত হয়েছে। এ নৌপথে রুমানিয়া নেওয়ার পর দেশটির কৃষ্ণসাগরীয় বন্দর কনস্টান্টা হয়ে এসব পণ্য বিশ্ববাজারে রপ্তানি করা হয়।
আগষ্টের প্রথম দিকে ইজমেইল বন্দরে রাশিয়ার হামলার পর বিশ্ববাজারের খাদ্যের দাম বেড়ে যায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


