জাপানে আঘাত হেনেছে টাইফুন ল্যান, ৯০০ ফ্লাইট বাতিল

পানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ১১টি প্রশাসনিক অঞ্চলের দুই লাখ ৩৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই জাপানে আঘাত হেনেছে ভয়াবহ টাইফুন ল্যান। জাপানের সাবেক রাজধানী কিউটোর পাশেই অবস্থিত দ্বীপ শহর হংশু। সেটা অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হচ্ছে টাইফুনটি।

টাইফুনের জেরে বিদ্যুৎহীন প্রায় ৯০ হাজার বাড়িঘর। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট টাইফুনটি মঙ্গলবার ভোরে রাজধানী টোকিও থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওয়াকায়ামা অঞ্চলের দক্ষিণ প্রান্তে আঘাত হানে। শক্তিশালী টাইফুনটি ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসের সঙ্গে মধ্য ও পশ্চিম জাপানের বিস্তৃত অঞ্চলজুড়ে আছড়ে পড়ে। 

 কর্তৃপক্ষ নদীর তীরের এলাকাগুলোতে বন্য ও ভূমিধসের সতর্কতা জারি করে। ইতোমধ্যে পানির তীব্র স্রোতে কয়েকটি সেতু ভেসে গেছে। বিভিন্ন এলাকায় টর্নেডো তৈরি হলেও বড় ধরনের ক্ষতি হয়নি। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে টাইফুনটি। ঘণ্টায় ১৫ কিলোমিটার বা ৯ দশমিক ৩ মাইল বেগে এটি অগ্রসর হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগটি একই এলাকায় বেশিক্ষণ থাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে বন্যার সম্ভাবনা বেড়েছে। জাপানের মধ্যাঞ্চলের অনেক এলাকায় ২৪ ঘণ্টায় ৫৮৫ মিলিমিটার বা ২৩ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news