কৃষ্ণ সাগরে জাহাজবহরে ইউক্রেনের ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি রাশিয়ার
গ্রুত্বপূর্ণ এ নৌপথে কয়েক দফা মেরিন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন সম্প্রতি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে কৃষ্ণ সাগরীয় জাহাজ বহরের ওপর ইউক্রেন সামুদ্রিক ড্রোনের সাহায্যে এ ব্যর্থ হামলা চালায়।
জাহাজগুলো এ সময় কৃষ্ণ সাগরের দক্ষিণপশ্চিমাঞ্চলে টহল দিচ্ছিল। স্থানটি সেভাস্তোপোল থেকে ২৩৭ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত। সেভাস্তোপোল রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহরের ঘাঁটি। এটি রুশ দখলকৃত ইউক্রনের ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনটি টার্গেটের কাছে পৌঁছার আগেই পিটলিভি ও ভ্যাসিলি টহল জাহাজ সেটিকে ধ্বংস করে দেয়।
রাশিয়ার অবরোধ উপেক্ষা করে একটি ইউক্রেনের মালবাহী জাহাজ কৃষ্ণ সাগর থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছার পর বৃহস্পতিবারের মেরিন ড্রোন হামলার ঘটনা ঘটে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


