সৌদিতে সীমান্তরক্ষীদের হাতে শতাধিক অভিবাসী নিহত

সৌদি আরবের ইয়েমেন সীমান্তে সীমান্তরক্ষীদের হাতে শতাধিক অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

বিবিসি’র কূটনৈতিক সংবাদদাতা পল এ্যাডামস তার প্রতিবেদনে বলেছেন শত শত মানুষকে সৌদি সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে আসা ইথিওপিয়ানদের সংখ্যা বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির আঘাতে অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে নারী  এবং শিশুসহ অন্যান্য নিহত অভিবাসীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে সৌদি আরব এই পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সৌদি সীমান্তে অভিবাসীদের ওপর গুলি চালানোর ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে সীমান্তে সীমান্তরক্ষীদের গুলিতে নিহত এবং পক্ষাঘাতগ্রস্থ হয়েছেন বহুঅভিবাসী। তবে সাম্প্রতিক ঘটনাটি গণহত্যার পর্যায়ে পরিণত হয়েছে।

 জাতিসংঘের মতে, বছরে ২০০,০০০ এরও বেশি মানুষ ইয়েমেনের সমুদ্রপথে পাড়ি দিয়ে সৌদি আরব আসে। এই দীর্ঘ পথ চলাকালে অনেকেই কারাভোগ ও মারধরের শিকার হয়েছেন।

সৌদি সরকার জানায়, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়েছে। তবে তারা জাতিসংঘের পরিকল্পিত হত্যার অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। কারণ অভিযোগগুলো নিশ্চিত বা প্রমাণ করার জন্য কোনো তথ্য বা প্রমাণ খুঁজে পায়নি তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news