রিপাবলিকান প্রার্থীদের বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প

 ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়ে তিনি রিপাবলিকান দলীয় প্রাথমিক বাছাইয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্ধারিত বিতর্কে অংশ নেবেন না। সাম্প্রতিক এক জরিপের উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বলেন, তিনি দলীয় অন্যান্য প্রার্থী থেকে অনেক অনেক এগিয়ে আছেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, সাধারণ মানুষ তাঁকে খুব ভালো করে চেনেন। এবং জানে আমি কি সফল প্রেসিডেন্ট ছিলাম।

২৩ আগস্ট বুধবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান প্রার্থীদের প্রথম বিতর্কটির আয়োজন করা হবে।

২০২৪ সালের ১৫ জানুয়ারি আইওয়া রাজ্যে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থীদের প্রাথমিক বাছাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 গত বছরের নভেম্বরে ট্রাম্প ঘোষণা করেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

বিবিসি জানায়, সাম্প্রতিক সব জনমত জরিপে দেখা গেছে, কয়েকটি অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও হোয়াইট হাউজ লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প অন্যান্য বিপাবলিকান দলীয় প্রার্থীও চেয়ে অনেক এগিয়ে।  সর্বশেষ সিবিএসের জনমত জরিপে অংশগ্রহণকারীদের ৬২ শতাংশ বলেছেন, তাঁরা ট্রাম্পকে ভোট দিতে চান। ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে ভোট দিতে চান ১৬ শতাংশ মানুষ। জরিপে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর সম্ভাব্য ভোট পাওয়ার হার এক অঙ্কের ঘর পেরোতে পারেনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news