বাগদাদে বৈদ্যুতিক বিলবোর্ড হ্যাক করে দেখানো হলো পর্নো

এ ঘটনার পর পরই রোববার বন্ধ করে দেওয়া হয়েছে বাগদাদের সব বৈদ্যুতিক বিলবোর্ড। এর আগে গত শনিবার (১৯ আগস্ট) রাতে ইরাকের রাজধানী বাগদাদের একটি প্রধান রাস্তার মোড়ে বসানো বিলবোর্ডে পর্নো ভিডিও চালানো হয়েছিলো। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।

দেশটির কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজন আটক ব্যক্তি পেশায় টেকনিশিয়ান। যে কোম্পানি শহরটিতে বিজ্ঞাপনী বিলবোর্ডগুলো পরিচালনা করে, তাদের সঙ্গে ওই ব্যক্তির আর্থিক দ্বন্দ্ব ছিলো। তিনি কোম্পানিটির ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই বিলবোর্ড হ্যাক করে তাতে পর্নো ভিডিও চালিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাগদাদের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা বৈদ্যুতিক সংযোগ কেটে দেওয়ার আগে কয়েক মিনিট ধরে বিলবোর্ডে পর্নো ভিডিও চালিয়েছিলেন ওই হ্যাকার। নিরাপত্তার বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
 
বাগদাদে সড়কের পাশে থাকা বিদ্যুচ্চালিত পর্দাগুলোতে সাধারণত পণ্য কিংবা রাজনীতিবিদদের বিজ্ঞাপন প্রচার হয়ে থাকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news