বিনিয়োগের সুযোগ নিয়ে শিগগিরই ঢাকায় আসছে সৌদি মন্ত্রী
সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়া বুধবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।
এক প্রশ্নের উত্তরে সৌদি মন্ত্রী বলেন, বাংলাদেশ-সৌদি সম্পর্ককে আরও শক্তিশালী করতে বিনিয়োগ মন্ত্রী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসবেন। উভয় দেশের বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করবেন। উভয় পক্ষের অনেক সুযোগ রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সৌদি আরবে অনেক বাংলাদেশি কোম্পানি বিনিয়োগ করছে, বাংলাদেশেও সৌদি কোম্পানি বিনিয়োগ করছে।
সৌদি মন্ত্রী বলেন, বাংলাদেশে সফরে আসতে পেরে আমি খুব খুশি। এটিই বাংলাদেশে সৌদি হজ ও ওমরাহমন্ত্রীর প্রথম কোনো সফর। তিনি বলেন, বাংলাদেশিরা সৌদি আরবে হজ আরও সহজে কীভাবে করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি আরবে ওমরাহ ভিসায় অনেক পরিবর্তন আনা হয়েছে। এখন বাংলাদেশিরা ওমরাহ ভিসায় ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। মক্কা মদিনা ছাড়াও যেকোনো শহরে যেতে পারবেন। আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন।
সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২২ আগস্ট থেকে ঢাকা সফরে রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


