ক্রিমিয়ায় কাছে ২টি মার্কিন ড্রোনকে বাধা দিল রাশিয়া
রাশিয়া ক্রিমিয়ার কাছে দু’টি মার্কিন গোয়েন্দা ড্রোনকে বাধা দিতে প্রচন্ড গর্জন তুলে ২টি জঙ্গী বিমান ছুটে যায়। সম্প্রতি রাশিয়ার জঙ্গী বিমান ও মার্কিন ড্রোনের মধ্যে এমন ঘটনা বৃদ্ধি পেয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার টেলিগ্রাম অ্যাপে জানায়, রাশিয়ার সীমান্তের কাছে ড্রোন দুটি সনাক্ত করার পর তারা সেটি লক্ষ্য করে জঙ্গী বিমান পাঠায়। ২০১৪ সালে দখল ও একীভূত করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণ সাগরের ওপর সনাক্ত করা মার্কিন ড্রোন দুটির একটি হলো রিপার ও অন্যটি গ্লোবাল হক।
এর আগে, রোববার রাশিয়া বলেছিলো, মার্কিন ড্রোনের কৃষ্ণ সাগরের ওপর রাশিয়ার সীমান্ত অতিক্রম ঠেকাতেও তারা একটি যুদ্ধ বিমান পাঠিয়েছিলো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


