ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২
ইউক্রেনের রাজধানী কিয়েভের শেভচেঙ্কিভস্কি জেলায় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত দালানের ধ্বংসাবশেষের আঘাতে ২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন সামরিক প্রশাসন প্রধান সের্গেই পপকো।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, এটা প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার সকালে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, কিয়েভের সামরিক প্রশাসন প্রধান সের্গেই পপকো শহরে অন্তত ৩টি বড় আকারের বিস্ফোরণের শব্দ শুনেছেন। এএফপির সংবাদদাতা কিয়েভের স্থানীয় সময় ভোর ৫টায় ৩টি বিস্ফোরণের শব্দ শোনেন।
কিয়েভের সামরিক প্রশাসন জানায়, ক্ষেপণাস্ত্র হামলা চলছে। আমাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশকো টেলিগ্রামে বলেন, দমকলবাহিনী ও উদ্ধারকর্মীরা দারনিৎস্কি জেলায় আগুন নেভানোর কাজ করছেন। একটি বাণিজ্যিক ভবনের ওপর অপর একটি ভবনের ধ্বংসাবশেষ পড়ে সেখানে আগুন লেগেছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


