মিসরীয় ধনকুবের মোহাম্মদ আল ফায়েদের মৃত্যু
তিনি প্রিন্সেস ডায়ানার বন্ধু দোদির বাবা। একই গাড়ী দুর্ঘটনায় এক সঙ্গে মারা যান ডায়ানা ও দোদি। লন্ডনের অভিজাত ডিপার্টমেন্ট স্টোর হ্যারডসএর সাবেক মালিক হলেন মিসরের ধনাঢ্য ব্যবসায়ী আল-ফায়েদ। ডায়ানা ও দোদির ২৬তম মৃত্যুবার্ষিকীর এক দিন আগেই তিনি মারা যান।
আল ফায়েদের বয়স হয়েছিল ৯৪ বছর। ছেলে দোদি ও ডায়ানার মৃত্যুর পেছনে ব্রিটিশ রাজপরিবারের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি। প্রিন্স ফিলিপের নির্দেশে তাদের হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
মিসরের আলেকজান্দ্রিয়া শহরে জন্ম হয় আল ফায়েদের। শুরুতে তিনি ঠান্ডা পানীয় বিক্রি করতেন। পরে সেলাই মেশিনের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। প্রথমে মধ্যপ্রাচ্য ও পরে ইউরোপে তিনি আবাসন, জাহাজ, নির্মাণকাজের ব্যবসা করেন। এভাবেই তিনি নিজের ও পরিবারের ভাগ্য গড়েন।
হ্যারডস, লন্ডনের ফুটবল ক্লাব ফুলহাম এবং প্যারিসের রিতজ হোটেল মতো নামকরা প্রতিষ্ঠান ও সংগঠন আল ফায়েদের দখলে থাকলেও ব্রিটেনে তাকে সব সময়ই বহিরাগত মনে করা হতো।
নাগরিকত্ব না দেওয়ার কারণে আল ফায়েদ ব্রিটিশ সরকারের অংশ হতে পারেননি। প্রায়ই তিনি ফ্রান্সে চলে যাওয়ার হুমকি দিতেন। ফ্রান্সে আল ফায়েদকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার লিজিয়ন অব অনার দেওয়া হয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি